
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের কার্যকর তৎপরতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন হলো। অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬ (ছেচল্লিশ) টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। এ সময় তিনি বলেন, নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জান-মাল রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর ও সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ আপসহীনভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
পুলিশ সুপার মহোদয় মোবাইল ফোন ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো কারণে মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে দেরি না করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে পুলিশকে অবহিত করা প্রয়োজন। এতে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।