1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

কুলিয়ারচরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

“আমার পুলিশ, আমার দেশ- বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি বুধবার বিকালে কুলিয়ারচর থানা চত্বরে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ ওপেন হাউজ ডে-তে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. নূরনবী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এসময় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে।
পুলিশ সুপার আরো বলেন, জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং গনতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী। জনগনকে সাথে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত। এ সময় তিনি উক্ত এলাকায় সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশি হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা, এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন।

এ সময় উপস্থিত জনসাধারণ তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসিন খন্দকার, নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম ও উপজেলা আনসার ভিডিপির ইনচার্জ অজয় রায়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, রফিকুল ইসলাম আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, এনসিপির আহবায়ক মো. আরিফুল ইসলাম, সদস্য সচিব মো. পারভেজ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম ও সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ রাজিব, ফাহিম আহমেদ, আহমেদ সিফাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, ইমাম ওলামা পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট