1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ভোলাহাটে ফসলি জমি খনন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেকুর ব্যাটারি জব্দ, চালককে জরিমানা

মোঃ সুহাস উদ্দিন, ভোলাহাট:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ সুহাস উদ্দিন, ভোলাহাট:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আইঘাড়াপাড়া বিলে অবৈধভাবে ফসলি জমির মাটি খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে এই অভিযানে ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করার পাশাপাশি চালককে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আঈঘড়া পাড়া বিলে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বাণিজ্য করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

অভিযানকালে ঘটনাস্থলে মূল মালিক বা অন্যদের না পাওয়ায় ভেকু চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের একটি বড় ব্যাটারি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, “ফসলি জমি রক্ষায় এবং অবৈধভাবে মাটি খনন বন্ধে আমাদের এই অভিযান। আজ আমরা একজনকে জরিমানা করেছি এবং ব্যাটারি জব্দ করেছি। এ ধরণের অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট