1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ- ৬ আসনে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল, শরীফুল আলম সহ ৮ জন বৈধ।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ১২ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন কারণে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমসহ ৮জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) দুপুর ১টায় কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এঁর কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে মনোনয়ন ফর্ম পূরণে গড়মিল থাকায় ন্যাশনাল পিপলস পার্টি (এন,পি,পি)’র মোঃ নজরুল ইসলাম, আয়-ব্যায়ের হিসাব উল্লেখ না করায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ডাঃ মোহাম্মদ হাবিল মিয়া ও জাতীয় পার্টির মোহাম্মদ আয়ূব হোসেন এবং ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী শরীফুল হক জয়ের মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে সঠিক ভাবে মনোনয়ন ফরম পূরন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মোঃ শরীফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ মুসা খান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোঃ রুবেল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর আতাউল্লাহ আমীন, খেলাফত মজলিস এর সাইফুল ইসলাম, জনতার দল এর নূরুল কাদের সোহেল, গণফোরাম এর শাফি উদ্দিন আহাম্মদ ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর নাঈমুল হাসান এই ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন পত্র বৈধ ও বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন, কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট