
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার সান্তাহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে। শনিবার বাদ আসর ইউনিয়নের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল কুদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাখ্খর আলম স্বপন, সহ-সভাপতি মারুফ উল হাসান খান শিপলু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মঞ্জু, সাবেক ইউপি সদস্য আতোয়ার রহমান, বিএনপি নেতা আব্দুস সালাম, হেলাল, জাকাতুল, আব্দুল মতিন, সেকেন্দার, উপজেলা যুবদলের সদস্য ফারুক হোসেন জিকোসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।