
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে খান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করেন ১নং কসবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোঃ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান আলী, এ্যাড. আশিক ইকবাল সুজন, নাচোল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম মাষ্টার, সামশুল মেম্বার,যুবদল নেতা সোহেল রানা, মাসুদরানাসহ অত্র ইউনিয়নের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও বিএনপির নেতা কর্মী ও স্থানীয়রা।