
পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড আমিরনগর নগর বিওসি রোড় মধ্যেম গোবিন্দারখীল বজল আহমদ সওদাগরের বাড়িতে আমিরভান্ডারী খানকা শরীফে মহান বার্ষিক ওরশ ও আজিমুশশান মিলাদ ঈদে মিলাদুন্নবী
( দ:) আগামী ৮ জানুয়ারি ২৪ পৌষ মহাসমারোহে অনুষ্ঠিত হবে। আমিরভান্ডারী খানকা শরীফে খেদমত মুহাম্মদ আবদুর রহিম আমেরী জানিয়েছেন, ৮ জানুয়ারি ওরশ উপলক্ষে সারাদিন ব্যাপি নানান কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে খতমে কুরআন, সেমা মাহফিল ও জিকির, খাজা ও কাওয়ালী গান পরিবেশন হবে, রাতে আখেরি মোনাজাত শেষে ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হবে।
এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শেষে সর্ব মহলে উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।