1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই আহত নারীসহ ৪, আটক ১১

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে একজন উপপরিদর্শক (এসআই)সহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা পেয়ার আলী কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন,শ্রীপুর থানার এসআই অরুপ কুমার বিশ্বাস (৩৫), এএসআই মাসুদ রানা (৩৫), কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের সময় জাহাঙ্গীর, রাজিব ও লাকি আক্তার নামে তিনজন মাদক কারবারিকে মাদকসহ আটক করা হয়। এ সময় আটককৃতদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের দুটি গাড়ি ও একটি সিএনজি ভাঙচুর করে।আসামিদের পালিয়ে যেতে সহযোগিতা করে। ঘটনার পর অতিরিক্ত পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে রাতেই ১০ জনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে মামলার আসামি ও পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া রাজিবকে পুনরায় আটক করা হয়। অভিযানে ৩০ পিস ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন,জামাল উদ্দিন (৩৫), কামাল হোসেন (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মোন্না (২০), ফইজুল্লাহ (২৬), আশিক (২৪), শিল্পী (৩০) ও লাকী আক্তার (২৮)। পুলিশ জানায়, তারা সবাই জাহাঙ্গীর আলমের সহযোগী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পুলিশের ওপর হামলা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট