
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় নিজমাওনা মধ্যপাড়া এলাকায় ঢাকাইয়া পজেট সংলগ্ন স্থান থেকে জলেখা নামের আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চকপাড়া ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্রীপুর থানা পুলিশ জানায়, নিহত নারীর নাম জলেখা এবং বয়স আনুমানিক ৫০ বছর। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় অনুসন্ধান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।