1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ডেভিল হান্ট অভিযানে চাঞ্চলকর সলিমুল্লাহ চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা সুজন মিয়া গ্রেফতার৷

জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি:
ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চিতুলিয়া গ্রাম থেকে এক যুগ আগে চাঞ্চলকর সলিমুল্লাহ চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি ছিলেন সুজন মিয়া এক যুগ আগে পূর্বের হত্যা মামলার জামিনে আছেন জানান সুজন মিয়া পরিবারের লোকজন৷
গ্রেফতারকৃত সুজন মিয়া (৪৫) চিতুলিয়া গ্রামের মৃত আলহাজ্ব গিয়াস উদ্দিনের পুত্র। তিনি জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্র এলাকার একটি হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা হওয়া আত্মগোপনে থাকেন সুজন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ডেভিল হান্ট বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় সুজন কে । তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী নেতা সরোয়ারের ছোট ভাই হিসেবে পরিচিত ছিলেন এলাকায়৷
প্রায় এক যুগ আগের সংঘটিত চাঞ্চলকর সলিমুল্লাহ চেয়ারম্যান হত্যা মামলাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনার পর থেকেই সুজন মিয়া এলাকায় আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগ সরকার আমলে এলাকায় প্রভাব খাটিয়ে মানুষকে নির্যাতন করত বলে দাবি এলাকাবাসী ৷
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিব রহমান জানান গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে এবং নরুন্দি তদন্ত কেন্দ্রের আশপাশ এলাকা সহ অপরাধ ও মাদকমুক্ত জনগণের জানমাল রক্ষায় ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট