1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে আলিফ ফার্টিলাইজার নামে এক ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।এ সময় বিভিন্ন ব্র্যান্ডের নামে অর্ধকোটি টাকার ভেজাল সার জব্দ করা হয়।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদের নেতৃত্ব গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।  অভিযান কালে দেখা যায় বিভিন্ন ঠিকানা ও নাম ব্যবহার করে সারি সারি পেকেটে সাজানো নানা রকমের সার।তার মধ্যে 

আলিফ জিপসাম- ৮টন,
পাওয়ার জৈবসার-২টন,
শক্তি জিংক প্লাস-২টন,
গ্রোজিংক -১.৫’টন,রোটন প্লাস ৪২৫ কেজি,জিপসামের কাচামাল-১.২৫ টন,জিংক এর কাচামাল-৫৫০কেজি,

ইটের গুড়া-৯৫০কেজি,
খোলা জিপসাম-১.৫টন,
ডায়াজিনন-২৬ কেজি,
ফরফুরান ১৫জি- ২০কেজি,

গোটা মুসুর ১ টন এবং ইটের খোয়া দিয়ে তৈরি নিষিদ্ধ বাসুডিন – ৩ কেজি সহ ভেজাল সার তৈরির কাচামাল ও মেশিন জব্দ করা হয়।

শুধুমাত্র প্যাকেটজাত ভেজাল সারের যার আনুমানিক মূল্য সাড়ে ১৮ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান।

অভিযানকালে কৃষি কর্মকর্তা 
সুমাইয়া সুলতানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, আফরোজা, উপসহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন তার সাথে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যরিষ্টার সজীব আহমেদ জানান, অবৈধ ভেজাল সার কারখানা সীল গালা করে দেওয়া হয়েছে।এগুলো উদ্ধার করে ধ্বংস করে দেওয়া হবে।তাছাড়া সার উৎপাদনে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে। অভিযানকালে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট