1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

নথুলাবাদে খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণে এবং ইনকিলাব মঞ্চের ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ই ডিসেম্বর, সন্ধ্যার পরে ঝালকাঠি সদর উপজেলা, নথুল্লাবাদ ইউনিয়নের জিয়া মঞ্চের প্রধান অফিসে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন নথুলাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ দুলাল হাওলাদার।

মঞ্চটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি স্থানীয় জনগণ ও যুবসমাজকে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা প্রদানে নিয়মিত কর্মসূচি পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে প্রায় ২০০ জন নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় কোরআনের তেলাওয়াত দিয়ে, এরপর বক্তৃতা, মোনাজাত ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।

প্রধান অতিথি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলম মোল্লা বলেন,
“মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই আদর্শ ধারণ করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল আমাদের ইতিহাস ও মূল্যবোধ স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আমরা আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদীকে দ্রুত আরোগ্য দান করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও স্থিতিশীলতার পথে পরিচালিত করেন।”

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ দুলাল হাওলাদার। তিনি বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর ঘোষণার মধ্য দিয়েই জাতি মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই আদর্শ ধারণ করে আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি—তাঁদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, ইনকিলাব মঞ্চের ওসমান হাদীর দ্রুত আরোগ্য লাভ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। তারা দেশের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি বজায় রাখার জন্যও আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট