
আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে অবস্থিত শহীদ মিনার/স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী কনক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাছান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল ইউনিয়ন সেচ্ছাসেবক’দলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রুবেল আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান উপজেলা সেচ্ছাসেবক’দল নেতা আজিজ ইকবাল উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফোরকান সিনিয়র সদস্য মহিউদ্দিন।
নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দলসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এলাকার ব্যবসায়ী ও সমাজের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।