1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএসডিওএস ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস ( এফএসটিআইপি) প্রকল্পের আওতায় সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মডেল মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর-এ এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার মহিলা বিষয় কর্মকর্তা বন্দনা শাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রজেক্ট অফিসার ফারজানা সারমিন। বাল্যবিবাহ নিয়ে সচেতনতা মুলক বক্তব্য দেন চাঁপাইসবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া, সাংবাদিক জমশেদ আলী, মাওলানা মোঃ আরিফুল ইসলাম, কাজী মোঃ দুরুল আলম প্রমুখ।

আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ইমাম, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট