1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু; আহত ৪

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিল্লুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান মহাদেবপুর উপজেলার রাণীপুকুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে এবং রাণীপুকুর বাজারের চা-দোকান ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান মোটরসাইকেলযোগে নওহাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। একই সময়ে নওগাঁ থেকে রাজশাহীমুখী আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা সবাই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই জিল্লুর রহমান মাথায় আঘাত পেয়ে মৃত্যু বরণ করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট