
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে। বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার দোগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোগাছি এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী—
১. লাবনি (৪০), স্বামী নাহিদ, সাং দোগাছি—তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট
২. রানা (৩৩), পিতা আজাদ, সাং দোগাছি—তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট
৩. রিপন (৩৫), পিতা বাবু, সাং দোগাছি—তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। এ সময় লাবনির সহায়তাকারী তার আপন বোন আয়েশা @ শিমু @ জুই-কে ও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,নওগাঁ জেলায় মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধ্যে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
নওগাঁ জেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।