1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ঝালুকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

রাজশাহী (দূর্গাপুর) প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

রাজশাহী (দূর্গাপুর) প্রতিনিধি।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষণের দায়ে তিন ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন বেশ কিছু দোকানে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখা, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ঔষধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন,
“জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এন্টিবায়োটিক ঔষধ বিক্রির ক্ষেত্রে রেজিস্টার সংরক্ষণ বাধ্যতামূলক। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন, যাতে কোনোভাবেই মানবজীবনের জন্য ঝুঁকিপূর্ণ ওষুধ বাজারে বিক্রি না হয়।
এদিকে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন,
“দীর্ঘদিন ধরে কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে বলে অভিযোগ ছিল। প্রশাসনের এমন উদ্যোগে আমরা স্বস্তি পেয়েছি।”
আরেক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দোকানগুলোতে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা স্যাম্পল রেখে যায়—এ নিয়ে অনেকেই সচেতন নন। তিনি প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সরকারের কঠোর মনিটরিং ও প্রশাসনের নিয়মিত অভিযান ওষুধ বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা।

রাজশাহী (দূর্গাপুর) প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট