1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

নরুন্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত৷

জাহাঙ্গীর আলম জামালপুর -ঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুর -ঃ
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন
বিএনপির উদ্যোগে দলীয় অফিস কার্যালয়ে
সামনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর আল মনছুর সুপার মার্কেটের সামনে অবস্থিত ইউনিয়ন বিএনপি অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সাংগঠনিক সম্পাদক তারা মিয়া (ভুট্টু), বিভিন্ন পর্যায়ে ওয়ার্ডের সভাপতি–সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন৷
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, এবং জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর সুস্থতা কামনায় প্রতিটি নেতাকর্মী আজ আল্লাহর দরবারে হাত তুলেছেন” মোনাজাত মাধ্যমে কালনায় ভেঙ্গে পড়েন৷
দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম । দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, এবং বিএনপির সার্বিক অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এলাকার নেতাকর্মীরা জানান, স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে এবং নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট