
শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩০ নভেম্বর )সন্ধ্যায় গোমস্তাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে রাঙ্গামাটি এলাকায় অবস্থিত বিএনপি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের জিয়া মঞ্চের সভাপতি হেলাল উদ্দিন, সদস্য মুক্তার আলী, ওমর সরদার, পল্লি চিকিৎসক শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, বিএনপির সহ-সভাপতি এজাজুল হকসহ ৬ নং ওয়ার্ডের সকল নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা কামনায় নিয়মিত দোয়া করতে হবে।
দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের মাঝে ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানানো হয়।