1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে কাঁঠাল গাছে থেকে ঝুলন্ত কফিল উদ্দিন (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় কফিল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘সকাল ছয়টার দিকে এলাকার এক নারী গাছে ঝুলন্ত দেহটি দেখে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত কফিল উদ্দিন ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ফলের বাগান কিনে পাইকারি ব্যবসা করতেন।

এলাকাবাসীর ভাষ্য, ‘তিনি তৃতীয় স্ত্রীকে নিয়ে গ্রামে বসবাস করতেন। কয়েক দিন ধরে তাঁর স্ত্রী বাবার বাড়ি বরিশালে অবস্থান করছেন, সন্তানরাও অন্যত্র থাকেন। এ অবস্থায় তিনি কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।’

তবে স্থানীয়দের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়াত বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট