1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বিশাল এই গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম–এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কৃতজ্ঞতা প্রকাশ এবং আনন্দ উদযাপন উপলক্ষে এই গণমিছিলের আয়োজন করা হয়। এতে কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

গণমিছিল পূর্ব সমাবেশে অধ্যাপক বাচ্চু বলেন,
“আসন্ন নির্বাচনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ এবারের নির্বাচনে আমরা বিজয়ী হবো এবং দলকে প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন উপহার দিতে পারবো।”

এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট