1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ‘ ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ লিটার দেশীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাতে আদমদীঘির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার খাড়িয়াকান্দি মধ্যপাড়ার আব্দুল হামিদের ছেলে রায়হানুল ইসলাম রবিন (৬২), ডালম্বা গ্রামের হারেজ মিয়ার ছেলে আব্দুর রহিম (৩০) ও বামনীগ্রামের শামসুর রহমানের ছেলে গোলাম মোর্শেদ (২৬)। 
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়।   অভিযানে আদমদীঘি উপজেলা খাড়িয়াকান্দি   মধ্যপাড়া নিজ বাড়ি থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রায়হানুল ইসলাম রবিন, ডালম্বা গ্রাম এলাকা থেকে ৪১ পিস ট্যাপেন্টাডলসহ আব্দুর রহিম   এবং বড় আখিড়া চাকীর দিঘির সামনে থেকে গোলাম মোর্শেদকে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। 
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম   মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে   পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট