1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

বেগম তহুরা আলীর মৃত্যুতে জিন্নাতন আফছর মহিলা ডিগ্রী কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম , জামালপুর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম , জামালপুর:

জামালপুর সদর উপজেলার নরন্দি জিন্নাতন আফছর মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী বেগম তহুরা আলীর মৃত্যুতে কলেজ প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন,
“এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বেগম তহুরা আলী। তিনি নিজের ভালোবাসা ও শ্রম দিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাকে এই শিক্ষালয়ের দায়িত্বভার অর্পণ করেন। আমি কলেজটিকে নিজের সন্তানের মতো লালন পালন করে আসছি। তাঁর মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত। একজন শিক্ষানুরাগী, মানবপ্রেমী নারীকে আমরা হারালাম।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, নরন্দি সৈয়দা নাজিবা আক্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দুলাল উদ্দিন, নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম তহুরা আলী ছিলেন শিক্ষার প্রসারে এক নিবেদিতপ্রাণ মানুষ। নারী শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা জামালপুরবাসী আজীবন স্মরণ করবে। তাঁর হাতে গড়া জিন্নাতন আফছর মহিলা ডিগ্রী কলেজ আজ এলাকায় নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত।
সবশেষে মরহুমার আত্মার মাগফিরাত ও জান্নাতবাস কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট