
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন ও ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি রেফায়েত উল্লাহর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ছয়সূতী খেলার মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।
ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সহ- সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ্ আলম। সভায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আলী, কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েতুল্লাহ খাঁন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরশ মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন রতন।
সভায় বক্তারা বলেন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা দাবিতে অবরোধ কর্মসূচি পালনকালে ২০২৩ সালের ৩১ অক্টোবর ছয়সূতী বাসস্ট্যান্ডে পুলিশ বিনা উস্কানিতে কৃষক দলের নেতা বিল্লাল হোসেন ও ছাত্র দল নেতা রেফায়েত উল্লাহকে সরাসরি গুলি করে হত্যা করে বিল্লালের তিন সন্তান ও রেফায়েত উল্লাহ্ এর শিশু সন্তানকে এতিম করেছে। এমনকি এই শহীদদের নামাজে জানাজায়ও বাঁধার সৃষ্টি করেছে। পুলিশ ও র্যাব পাহারায় তড়িঘড়ি করে রাতের আঁধারে দাফন করতে বাধ্য করেছে। আবার এই ঘটনায় শহিদ রেফায়েত উল্লাহ ও বিল্লাল হোসেন সহ আমাদের দলীয় নেতা কর্মীদের নামে হত্যা মামলা দায়ের করেছে।বক্তারা সমাবেশ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবী করেছেন।