সম্মানিত পুলিশ সুপার নাটোর স্যারের মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণার সুত্র ধরে নাটোর জেলা গোয়েন্দা শাখা পরিবার মাদক দমনে বদ্ধ পরিকর। একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৭/১১/২০২৫ তারিখ সকাল ০৬.৪৫ এবং ০৭.২০ ঘটিকায় তাৎক্ষনিক চেকপোষ্ট করে নাটোর জেলার নাটোর থানাধীন বনবলেঘরয়িা এলকায় বনবলেঘরয়িা বাইপাস মোড়ে ঢাকা টু রাজশাহী গামী মহাসড়করে উপর এবং অপর নাটোর জেলার নাটোর থানাধীন বনবলেঘরয়িা এলাকায় বনবলেঘরয়িা নারায়নপাড়া কবরস্থানরে সামনে ঢাকা টু রাজশাহী গামী মহাসড়করে উপর হতে ধৃত আসামী ১। মোঃ ইসমাইল মিয়া (২৬), পিতা-মোঃ মুর্শিদ মিয়া, মাতা-মোছাঃ নূর বাহার বেগম, সাং-খড়কী পশ্চিমপাড় চারু মেম্বার বাড়ি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ তারেক আহম্মেদ সুমন(২৬), পিতা-মোঃ নাসির উদ্দিন, মাতা-মোছাঃ তাসলিমা বেগম, সাং-বাকুয়া ফকিরপাড়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ এবং ১। মোঃ আবু হানজালা (২১), পিতা- মোঃ আব্দুল রাকিব, মাতা-মোছাঃ সেরিনা খাতুন, সাং-নয়লা ভাঙ্গা শেরোটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ পারভেজ আলী(২২), পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-মোছাঃ পারভীন খাতুন, সাং-শেরোটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ গণকে আটক করেন।
গ্রেফতারকৃত আসামীগণের হেফাজত হতে ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
আসুন মাদক কে না বলি
মাদক মুক্ত নাটোর গড়ি।
আমার সন্তান আপনার সন্তান
কার সাথে মেলা মেশা করে
তা জানার চেষ্টা করি। আপনার সন্তান মাদক থেকে দূরে থাকলেই আমরা ডিবি পুলিশ সার্থক।