
*’স্বপ্নের ঘর’*
চাইলেই কাছে আসা যায় চাইলেই ভুলে যাওয়া যায় এমন তো আর হবে না ব্যবধান হয়ে গেছে অনেক বেশি চাইলেও ফিরে আর পাবে না!
বিন্দু বিন্দু করে জমেছে কষ্ট হয়েছে সাগর অতল তুমিও বোঝনি আমিও বুঝিনি হারিয়ে কেঁদেছি দুজন!
স্বপ্নে করেছি শুরু আঘাতে হলো শেষ তুমিও হেরেছো আমিও হেরেছি জিতেছে শুধু জেদ!
দুজন আজ দু প্রান্তে খুজি অন্য মুখ জানিনা পাবো কি স্বপ্নে আঁকা সুখ!
স্বপ্নে করেছি শুরু আঘাতে হলো শেষ তুমিও হেরেছো আমিও হেরেছি জিতেছে শুধু জেদ!
দুজন আজ দু প্রান্তে খুজি অন্য মুখ জানিনা পাবো কি স্বপ্নে আঁকা সুখ!
নিজের হাতে গড়ে সাজাও নতুন করে নতুন দিনে আর পুরনো স্মৃতি খোঁজ না ব্যবধান হয়ে গেছে অনেক বেশি চাইলেও ফিরে আর পাবে না!!
#স্বরচিত:- @জাবেদ@