নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সাভার উপজেলায় একযোগে ১২টি ইউনিয়নে মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ধামসোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাহবুবুর রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রমের মাধ্যমে সাভারকে মশামুক্ত করার লক্ষ্যেই আমরা কাজ করছি।”
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সিনিয়র এএসপি মো. রায়হান উদ্দিন মুরাদ এবং এএসপি মো. রাশেদুল ইসলাম বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড ব্যবহার এবং ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।