1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সান্তাহারে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার স্টেশন কলোনিসহ বিভিন্ন এলাকায় পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫ টায় পৌর শহরের স্টেশনের কলোনির সামনে এলাকাবাসীর উদ্যোগে ৪টা থেকে ৫ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন খান বাচ্চুর সভাপতিত্বে ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুল ইসলাম, সান্তাহার রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পল্লী চিকিৎসক ডালিম হোসেন, আমেনা বিবি, আছমা বেগম, রোমানা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর কর্তৃপক্ষের অবহেলা ও উদাসিনতা কারনে বিভিন্ন ওয়ার্ডে তীব্র পানি সংকট বিরাজ করছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছে না। এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট