1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সরিষাবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম,উপদেষ্টা আইনাল হক খান বিদেশ থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

সরজমিনে দেখা যায়, কনকনে শীতে কাঁপছে সারা দেশ। আর এ শীতে চরম ভোগান্তিতে পড়েছে যমুনা ও ঝিনাইনদী বেষ্টিত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অসহায় শীতার্ত মানুষ। আর এ শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজেন ছিন্নমূল মানুষরা। ছিন্নমূল শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম ভার্চুয়ালে যুক্ত হয়ে বলেন, মানব কল্যাণে ব্রত হয়ে এ ফাউন্ডেশনের যাত্রা শুরু। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মানব সেবা করে যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে শৈর্তপ্রবাহ বয়ছে। ছিন্নমূল মানুষরা অনেক কষ্ট রয়েছে। তাদের কথা বিবেচনা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আগামী দিনেও এ সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক কবি সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কিসমত, বিজয় টিভির সাংবাদিক সোহানুর রহমান সোহান, মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা তারিফুর রহমান বাচ্চু, মনিরুজ্জামান সুমন, মোঃ শিমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট