1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সরিষাবাড়ীতে গৃহবধূ লিপি বেগম খুন: চোর চিনে ফেলাই হত্যার কারণ হতে পারে

জামালপুর প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে শিমলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা মহর উদ্দিনের স্ত্রী। মহর উদ্দিন বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে র‌্যাব-২–এ কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মেয়েকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন লিপি খাতুন। ভোরের দিকে অজ্ঞাত একজন চোর ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। চোরটিকে দেখতে পেয়ে লিপি খাতুন জেগে উঠলে দুর্বৃত্ত ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রস্তুতিও চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট