আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী।
আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের নিকট তিনি তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন। ইউএনও জামশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগপত্রটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও, লিয়াকত আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁর রাজনৈতিক অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দেন।
লিয়াকত আলী বলেন, "জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতেই আমি চেয়ারম্যান পদ ত্যাগ করেছি। আমার কাছে দলের চেয়ে জনগণ বড়। বাঁশখালীর মানুষের ভালোবাসা ও আদেশ মেনেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, দলের এবারের সিদ্ধান্ত ভুল হতে পারে। দল হয়তো এখনো সিদ্ধান্ত পরিবর্তন করবে, সেই আশাই রাখি। আগামীকাল আমি আমার মনোনয়ন ফরম দাখিল করবো।"
দীর্ঘদিন ধরে গন্ডামারা ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা স্বতন্ত্র হিসেবে লড়লে বাঁশখালীর নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন জাতীয়তাবাদী দল বিএনপি,র একাংশের স্থানীয়রা।