1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুদক গাজীপুর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল হঠাৎ করে এ অভিযান চালায়।

অভিযানের সময় দুদকের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন, রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও প্রশাসনিক নথিপত্র পরীক্ষা করেন। আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো না দেওয়া হলেও প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানান তারা।

গাজীপুর জেলা দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ‘দুদকের হটলাইনে একজন অভিযোগকারী ডাক্তারদের অনুপস্থিতি, রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা, খাবারের অনিয়ম ও অপরিচ্ছন্নতার অভিযোগ করেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা সকাল ৯টা থেকে অভিযান শুরু করি।’

তিনি আরও বলেন, ‘রোগী সেজে আমরা সরাসরি অনিয়ম পর্যবেক্ষণ করেছি। হাসপাতালে থাকা ওষুধ না দিয়ে বাইরে থেকে কিনতে বলা হচ্ছে। কিছু প্রেসক্রিপশনে না থাকা ওষুধও রেজিস্টারে যোগ করা হয়েছে। আমরা কয়েকটি দামি ওষুধ পরীক্ষা করে অভিযোগের সত্যতা পেয়েছি। বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।’

অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর দুদকের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা ও টিমের অন্যান্য সদস্যরা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট