আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া হাজ্বী হাছেন আলী কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৩ ডিসেম্বর ২০২৫) মঙ্গলবার সন্ধ্যার পর শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া সাংবাদিক মালেকের বাড়ি মোড়ের মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে শ্রীপুর পৌর ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আজাদ এবং যুগ্ন আহবায়ক মোঃ শিমুল মিয়ার সঞ্চালনায় এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি'র আহ্বায়ক হুমায়ুন কবির সরকার।
বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির,গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ এস এম আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী সিরাজুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা মামুনুর রশিদ,শ্রীপুর উপজেলার ওলামা দলের আহ্বায়ক মোখলেছ উদ্দিন কফিল, সদস্য সচিব নজরুল ইসলাম মৃরধা, পৌর ওলামা দলের আহবায়ক ক্বারী ইব্রাহীম, সদস্য সচিব আবুল কালাম আজাদ,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর, শ্রমিক দল নেতা আহাদ উল্লাহ,যুবদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ, মোঃ রফিকুল ইসলাম।