1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিবগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন, ২৫ লক্ষ টাকার ক্ষতি

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত্রুতা বশত পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে । শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বোয়ালের বিলে মাসুদ রানার পুকুরে এ ঘটনা ঘটে । ভুক্তভোগী মাছচাষী মাসুদ রানা জানান, ৫১ বিঘার ৩টি পুকুরে মাছ চাষের জন্য একটি পুকুরে প্রায় ১০০ মণ পোনা ও বড় আকারের মাছ ছিল । রাত অনুমান সাড়ে ৩ টার দিকে কে বা কারা বিষ প্রয়োগ করে পালিয়ে যায় । তারপর থেকে একে একে সকল মাছ মরে পানিতে ভেসে যায় । এর আগে প্রায় ১ মাস আগে একই এলাকায় পুকুর পাড়ের কলা চুরির সময় হাতে নাতে চোর ধরা পড়ে এবং উপজেলা নির্বাহী অফিসে অভিযোগের প্রেক্ষিতে তা মীমাংসা করা হয় । সেই ঘটনার জেরে এই মাছ নিধন করা হতে পারে বলেও জানান তিনি । ঐ পুকুরের পাহারাদার মো: রাজু বলেন, আমি রাত ৩ টা পর্যন্ত জেগে ছিলাম । সকালে দেখি পুকুরের পানিতে সব মাছ ভেসে আছে । এদিকে অত্র অঞ্চলের মাছ চাষী সমিতির সভাপতি আল মামুন বলেন, দীর্ঘদিন থেকে মাছ ও পুকুর পাড়ের কলা চুরির ঘটনা ঘটলেও কিছুদিন আগে পুকুর পাড়ের বিপুল পরিমান কলা চুরির সময় হাতে নাতে পাশের এলাকার চোর ধরা পড়ে । এখন আবার বিপুল পরিমান মাছ নিধনের ঘটনা ঘটলো । একই গ্রুপ এসব দুর্বৃত্তায়ন করছে বলেও ধারনার কথা জানান তিনি । এভাবে প্রতিনিয়ত মাছচাষীরা ক্ষতিগ্রস্ত হলে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগলে মাছ চাষে আগ্রহ হারাবে চাষীরা, যা দেশে আমিষের ঘাটতির কারন হবে । এসময় তিনি তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কাছে । এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক । ভুক্তভোগী আইনের আশ্রয় নিলে আমরা সাধ্যমত সহযোগিতা করব ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট