তাজমিনুল তরুন বিশেষ প্রতিনিধি
আজ ১১ নভেম্বর ২০২৫ ইং তারিখে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ডিএমআইই (Decentralized Monitoring, Inspection & Evaluation( DIME)) বিষয়ক প্রশিক্ষণ।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে রৌমারী উপজেলার ০৬টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল কুমার হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মোঃ তাজমিনুল ইসলাম তরুণ, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, রৌমারী, কুড়িগ্রাম।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে তিনি বিগত তিন মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং গ্রাম আদালত আইন ২০০৬, গ্রাম আদালতে আবেদন পদ্ধতি, গঠন, মামলার ধরণ ও এখতিয়ার, বিচার প্রক্রিয়া, মামলার ফি, গ্রাম আদালত (সংশোধনী) আইন ২০২৪, বিচারযোগ্য বিরোধ ও অ-বিচারযোগ্য বিরোধসহ বিধি ৩১ অনুযায়ী প্রাক-বিচার ও শুনানি পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে আরো বাস্তবধর্মী ধারণা অর্জন করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে স্থানীয় সরকার পর্যায়ে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমের বিকেন্দ্রীকরণে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।