পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বিকালে পটিয়া ইন্দ্রপোল বাইপাস সড়কে সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত। পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিপলু ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন এর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহাজাহান,
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী,পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ,মইনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, আবু সালেহ, মোঃ সাইফুদ্দিন,
জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান পিয়ারু, সোহেল, সিরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সিকদার সুমন, সেকান্দর হোসেন নয়ন, সাইফুর রহমান, আব্দুল করিম, কাজী মোঃ আরিফ, আরিফুল রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর, মোঃ সুলাইমান, গাজী দুলাল, এরশাদ, জিয়াউর রহমান,পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, সাবেক ছাএনেতা ছাএনেতা পৌর যুবনেতা এস এম রেজা রিপন প্রমুখ। সভায় বক্তারা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা,বহুমতবাদ ও জনগণের অধিকার রক্ষার যে ভিত্তি তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতা ধরে রাখতেই যুবদল জন্মলগ্ন থেকেই সংগ্রামের মূর্ত প্রতীক।গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি
পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্য়লয়ে এসে সমাপ্ত হয়।