মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় মা কর্তৃক আত্রাই নদীতে নিক্ষিপ্ত ১৬ মাস বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। উদ্ধারকৃত শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
ঘটনাটি ঘটে আজ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে। এ সময় এক নারী নিজেই পত্নীতলা থানায় উপস্থিত হয়ে জানান, তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশু আঞ্জুমান আয়াতকে মাহমুদপুর ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন এবং নিজেকে গ্রেপ্তারের অনুরোধ জানান।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ দ্রুত মাহমুদপুর ব্রিজ এলাকায় যান। স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে তল্লাশি শুরু করা হলে, নদীর পাড়ে অবস্থানরত মোঃ খমির শেখ (৬৫) নামের এক ব্যক্তি ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক শুশ্রূষা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ শিশুটিকে উদ্ধারকারীর হেফাজত থেকে নিয়ে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে। চিকিৎসকদের ভাষ্যমতে, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
এদিকে, নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম পেশাগত কাজে ঘটনাকালে পত্নীতলা থানা এলাকায় অবস্থান করছিলেন। তিনি বিষয়টি অবগত হওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন শিশুটির খোঁজখবর নেন। একই সঙ্গে শিশুটিকে উদ্ধারকারী মোঃ খমির শেখকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার মানবিক সাহসিকতার জন্য আর্থিক পুরস্কার প্রদান করেন।
শিশুটির বাবা জনাব মেহেদী হাসান জানান, তার স্ত্রী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। তিনি স্ত্রীর মানসিক চিকিৎসা গ্রহণ এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি শিশুটিকে উদ্ধার ও তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করায় উদ্ধারকারী ব্যক্তি মোঃ খমির শেখ এবং জেলা পুলিশ নওগাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি আইনানুগভাবে তদন্ত করছে