
মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২৫) রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পরিচালিত এ অভিযানে সফলতা আসে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে বদলগাছী থানাধীন থুপ শহর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে জনৈক রমজান আলীর বাড়ির সামনে দিয়ে মাথায় চটের বস্তা নিয়ে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন (৩১), পিতা আব্দুল মজিদ, সাং—চক মথুর, থানা—বদলগাছী, জেলা—নওগাঁ। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সামছুলের কলাবাগানের দিকে গতি বাড়ালে পুলিশ তাকে আটক করে। পরে তার বহন করা বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে নতুন বছর ২০২৬ সালে আরও জোরদারভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।” একই সঙ্গে মাদক নির্মূলে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।