
সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনাকষা ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে মনাকষা ঈদগাহ ময়দানে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমির, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ৪৩ চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর মাওলানা কেরামত আলী,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনাকষা ইউনিয়ন শাখার আমির মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা নায়েব আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান সহ স্থানীয় বাক্তিবর্গ।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ড. কেরামত আলী ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, ক্যাম্পে সাধারণ জনগণের জন্য বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করা হয়।