আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)
আকাশ পথের খবরঃ ভারতের নতুন আবিষ্কার অগ্নি -৫ মিসাইল বেলিষ্টিক ক্ষেপণাস্ত্র পরিক্ষা চালালো আজ ১৮ ই ডিসেম্বর /২০২৫ ইং তারিখে।।
ভারতের অজ্ঞাত স্থান থেকে ভূমি থেকে আকাশে উড্ডয়ন করা হয় আজ সন্ধ্যায় অগ্নি - ৫ নামক ব্যলস্টিক মিসাইল।।
অগ্নি - ৫, বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সীমান্ত দিয়ে অতিক্রম করে লালমনিরহাট বিমানবন্দর এর উপর দিয়ে রংপুর ক্যান্টরম্যান এর উপর দিয়ে খোলাহাটি ক্যান্টরমেন্ট এর উপর দিয়ে পার্বতী পুর হয়ে দিনাজপুর পুলিশ লাইনে রাত ৭: ২০ মিনিটে অতিক্রম করে।।
তারপর,
দিনাজপুর থেকে ঠাকুরগাঁও হয়ে দেবীগঞ্জ ব্রীজ এর উপর দিয়ে পঞ্চগড় হয়ে তেঁতুলিয়া র উপর দিয়ে ভারতে প্রবেশ করে। এবং ভারতের বাগডগড়া বিমান বন্দর অতিক্রম করে দারজিলিং অভিমুখে যেতে দেখা যায়।।
বাংলাদেশের আকাশের ৭০ থেকে ১৪০ কিলোমিটার উপর দিয়ে এলোমেলো ভাবে প্রদক্ষিণ করে অগ্নি - ৫ মিসাইল।।
এদিকে,
অগ্নি -৫, সফল বলে ভারতের বিমান বাহিনী দাবি করিতেছেন। যা ভারতের মিডিয়ায় প্রকাশ।
অগ্নি -৫, এর গতি ঘন্টায় ৫ হাজার কিলোমিটার বলে জানা গেছে। এটি সঠিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। গতি, শব্দ, রুপ, পরিবর্তন করতে সক্ষম অগ্নি -৫ মিসাইল ক্ষেপণাস্ত্র। ভারত।।
এটি কোন ধূমকেতু নয়।।