1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বোয়ালখালী আবদুস সবুরের বাড়ীতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ বিএনপি নেতৃবৃন্দরা৷

আবুল কাশেম, চট্টগ্রাম।
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আবুল কাশেম, চট্টগ্রাম।
চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড আব্দুস সবুরের নতুন বাড়ি, শাহ মোহাম্মদ চৌধুরীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা ও সম্পদ হারানো ক্ষতিগ্রস্ত পরিবারকে সোমবার ১৫ ডিসেম্বর,২০২৫ ত্রান সামগ্রী বিতরণ করেছে বোয়ালখালী উপজেলার বিএনপি নেতৃবৃন্দরা।
মানবসেবায় এগিয়ে আসেন দক্ষিণ জেলা বিএনপি এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা জনাব মোস্তাক আহমদ খান, এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব শওকত আলম শওকত।
এসময় আরোও উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব ইছাক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল করিম নুরু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন,
* শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক নেতা শহীদুল্লাহ্ চৌধুরী,
উপজেলা শ্রমিক দলের সভাপি আকরাম হোসেন দুলাল, পৌরসভা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর হক মিজান,
মহিলা নেত্রী সেফু আক্তার, মহিলা নেত্রী ফাহমিদা হোসাইন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম শওকত বলেন, “এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও রাজনৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এই পরিবারের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। নেতারা সরকারের প্রতিও আহ্বান জানান, যেন এই পরিবারটির পুনর্বাসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট