
আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)
তারিখঃ ২৯/১২/২৫ ইং রোজ সোমবার,
পঞ্চগড় জেলা পাঁচটি উপজেলার বিভিন্ন ফেডারেশনের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি যুব ফোরাম সভাপতি নারী-ফরমের সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ ঠাকুরগাঁও জেলার বেগুনবাড়ি ইউনিয়ন সমাজ উন্নয়ন সংস্থা ইস্পোজার ভিজিট করেন। এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার(কৃষি ) মোঃ রবিউল ইসলাম কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার মোঃ শশিউল ইসলাম(ঠাকুরগাঁও), আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান(পঞ্চগড় ) ও নার্গিস বেগম ও তহুরা বেগম কমিউনিটি মবিলাইজার উপস্থিত ছিলেন । বেগুনবাড়ি ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান সেক্রেটারি ক্যাশিয়ার অন্যান্য সদস্য বৃন্দ। এ সময় ফেডারেশনের ভালো দিকগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
বেগুনবাড়ি ফেডারেশনে নিজস্ব নার্সারির কার্যক্রম পরিদর্শন করেন। তাদের নার্সারি জমিতে ১২.৫ শতাংশ তে আয় করে ৫০ হাজার টাকা,ব্যয় হয় ১৫ হাজার টাকা। পঞ্চগড় জেলা থেকে আসা সদস্যগণ নার্সারির ও ফেডারেশনের কার্যক্রম দেখে মুগ্ধ হন। ফিরে গিয়ে তাদের ফেডারেশন ও এ ধরনের কার্যক্রম করবে বলে জানান।