1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজয়ের প্রথম প্রহরে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সজিব রহমান -এর নেতৃত্বে পুলিশের বিনম্র শ্রদ্ধা

জাহাঙ্গীর আলম জামালপুরঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুরঃ

নরুন্দিতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই স্কুল এন্ড কলেজ মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির নেতৃত্ব দেন নরুন্দি তদন্ত কেন্দ্রের সুযোগ্য অফিসার (ইনচার্জ) মোঃ সাজিব রহমান

আজ ১৬ই ডিসেম্বর ২০২৫ইং তারিখে বিজয়ের ঊষা লগ্নে, অফিসার ইনচার্জ মো. সজিব রহমান -এর নেতৃত্বে পুলিশের সুশৃঙ্খল ও চৌকস একটি দল শহীদ বেদীতে সারিবদ্ধভাবে পুষ্পমাল্য অর্পণ করে। এই সময় সকল পুলিশ সদস্য নীরবতা পালন করে এবং জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে।

ইনচার্জ সজীব রহমান জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সকল বীর আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পুলিশ সদস্যরা সর্বদা জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নরুন্দি তদন্ত কেন্দ্রের সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট