
ভৌমিক চন্দ্র রায় আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড়
বৃষ্টিপাতের ফলে বর্গা কৃষকদের কষ্টে ফলানো ধান পানিতে ভেসে গেছে। মাঠজুড়ে এখন ধান গাছ নয়—ভাসমান ধানের শীষ আর দুঃখের সাগর।
স্থানীয় কৃষকদের অভিযোগ, অকাল বৃষ্টিতে তারা একেবারে পথে বসেছে। জমির মালিককে অর্ধেক ফসল দিতে হয়, কিন্তু সার, বীজ, সেচ, শ্রম—সব খরচ তাদেরই বহন করতে হয়। ফলে ফসল নষ্ট হওয়ায় কৃষকরা এখন ঋণের বোঝায় ন্যুব্জ হয়ে পড়েছেন।
স্থানীয় কৃষি কর্মকর্তারা বলেন, টানা বৃষ্টিতে এলাকার বহু বর্গা কৃষকের ধানক্ষেত তলিয়ে গেছে। কেউ কেউ ফসল ঘরে তুলতে পারলেও, বেশিরভাগ ধান এখনো পানিতে ভাসছে।
পানিতে ভেসে যাওয়া ধান যেন বর্গা কৃষকদের পরিশ্রম, স্বপ্ন আর ভবিষ্যৎ—সবকিছুই ভাসিয়ে নিয়ে গেছে। সরকারি সহযোগিতা ছাড়া এই কৃষক পরিবারগুলোর টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।