
পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:: চট্টগ্রামের
পটিয়া অটো টেম্পো,টেক্সী, সিএনজি, রাভী, টাটা, এইচ, মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যান সমবায় সমিতি লিমিটেড অফিস সহকারী কাজী আমজাদ হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সমিতির নবনির্বাচিত সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর আলন, অর্থ সম্পাদক লোকমান হোসেন পাপ্পু, সহ সভাপতি মোহাম্মদ বাছা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মোহাম্মদ
ফোরকান সহ সমিতির সকল সদস্য বৃন্দ। শোক বার্তায় সমিতির নেতৃবৃন্দ বলেন, কাজী আমজাদ হোসেন একজন বিশ্বস্ত ভালো মানুষ ছিলেন, তিনি দীর্ঘদিন সমিতির দায়িত্ব পালন করে সমিতির সকল সদস্যদের মনি কোঠায় স্থান করে নিয়েছেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, আমরা মরহুম কাজী আমজাদ হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।