
পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন পটিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড বাহুলী গ্রামের সমাজ সেবক রাজনীতিবিধ আলহাজ্ব আবদু সোবহান (ফকির)। ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে পটিয়া পৌর সদরে একটি বেসরকারি হাসপাতালে
ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী ওয়ান্নাহ লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৭৭) বছর। মৃত্যুকালে তিনি ছেলে -মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ক্রীড়া ক্রীড়া সংগঠন নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক জনতার চেয়ারম্যান মো:দিদারুল আলম, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়ার সমন্বয়কারী নাছির উদ্দীন, জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর, মফিজ উদ্দীনসহ সকল সমন্বয়কারীগন সকল শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান