পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড়–১ আসনের অন্তর্ভুক্ত ২৩টি ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকালে চেম্বার অব কমার্স মিলয়াতনে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পঞ্চগড়–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। তিনি বলেন, “বর্তমান গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হলে সংগঠনের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীই এখন আন্দোলনের সৈনিক।”
সভায় প্রধান বক্তার বক্তব্যে লেখক, গবেষক ও রাজনীতিবিদ ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের শক্তি হচ্ছে তৃণমূল। তৃণমূলের নেতৃত্বের উপর ভর করেই আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এমএ মজিদ, যুগ্ম আহবায়ক, এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, আটোয়ারী উপজেলা বিএনপি'র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রিনা পারভীন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন,আটোয়ারী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনে দলের অবস্থান নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান,
এবং সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু