উপসম্পাদক তোতা মিয়া পঞ্চগড়
পঞ্চগড় বোদা উপজেলার তেপুখড়িয়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে(১৩ ডিসেম্বর) শনিবার সকালে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে এক বিশাল শিশু ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রায় দুই হাজার শিশুদের গায়ে পড়িয়ে দেওয়া হয়েছে শীত বস্ত্র ও হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ।
পঞ্চগড় শিশু স্বর্গের উদ্যোক্তা ম্যানেজার কবির আহমেদ আকন্দ, ময়মনসিংহ জেলার কৃতি সন্তান হলেও তিনি সর্ব উত্তরের জেলা পঞ্চগড় হিমালয় কন্যা পাদুতলে এসে গড়ে তুলেছেন পথ শিশুদের জন্য শিশু স্বর্গ ফাউন্ডেশন।
কেন জানিনা কবির আহমেদ আকন্দ, তিনি নিজের কথা না ভেবে পথ শিশুদের মাঝে তার জীবন উৎসর্গ করে দিয়ে যাচ্ছেন।
উত্তরের জেলা পঞ্চগড়ে শীত আশে সবার আগে আবার সেই শীত বিদায় নেয় সবার পরে। তিনি একথা চিন্তা করে শীতের এই দিনে শিশুস্বর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজার হাজার পথ শিশু ও বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসার শিশুদের মাঝে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ শিশুদের হাতে তুলে দেন। শুধু তাই নয় শিশুদের দুপুরের লাঞ্চের ব্যবস্থাও করেছেন তিনি এবং তার স্বেচ্ছা সেবকদের বলে দিয়েছেন একটি শিশু ও যেন বাদ না পড়ে।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ, এর মত মানুষ এই যুগে খুঁজে পাওয়া ভার। তিনি শিশুদের জন্য তাঁর জীবন এই শিশু স্বর্গ ফাউন্ডেশন এর মাধ্যমে উৎসর্গ করে দিয়েছেন এ যেন জলে ফোটা পদ্ম ফুলের মত জ্বলজ্বলিত একটি মানুষ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক যুগ্ম সচিব ও স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর মোঃ আবু জাফর। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব কবির আহমেদ আকন্দ। সভাপতিত্ব করেন ডিরেক্টর এভারেস্ট
ফার্মাসিউটিক্যালস লিঃ মোঃ মজনু মোল্লা, বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুস আলী, স্থানীয় চেয়ারম্যান ৩নং বেংহাড়ি ইউনিয়ন পরিষদ মোঃ সাহেব আলী। বোদা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি,
পরিচালক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পঞ্চগড় মোঃ রায়হানুল আলম প্রধান রিয়েল, সমনায়ক সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এডভোকেট আহসান হাবিব সরকার, বিশিষ্ট সমাজ সেবক ৩নং বেংহাড়ি ইউনিয়ন মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তো,সভাপতি তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ডিএম জবায়দুল হক বিপ্লব, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সবুজ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক
৩নং বেংহারী ইউনিয়ন
মোঃ নাজমুল হক সহ বেংহাড়ি ইউনিয়নের সকল স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন। এবং সকল প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাঝে সম্মানোনা ক্রেস তুলেদেন শিশুস্বর্গ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ কবীর আহমেদ আকন্দ।