1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

পঞ্চগড় জেলা যেন ধুলার স্বর্গের পরিণত হয়েছে নেই কোন কর্তৃপক্ষের দেখভাল 

পঞ্চগড় প্রতিনিধি তোতা মিয়া, 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি তোতা মিয়া, 

পঞ্চগড়ে বর্ষার পর এখন শীতকাল পড়েছে নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলছে রমরমা বালুর ব্যবসা বিপাকে পড়তে হচ্ছে জনসাধারণের ।

পঞ্চগড়ে এমন কোন সড়ক নেই যে সেই সড়কে ধুলা নেই এই ধুলার উপসর্গ সৃষ্টি হচ্ছে সড়ক মহাসড়কের পাশে বালু’স্টক রেখে সেখান থেকে ট্রাক ও ট্রাক্টরের লোড আনলোড করছে বালু ব্যবসায়ীরা।

এতে করে একদিকে যেমন পথচারীদের চলাফেরার ব্যাঘাত ঘটছে অন্যদিকে ট্রাকের বালু রাস্তায় পড়ে সৃষ্টি হচ্ছে ধুলার স্বর্গ।

এই ধুলা ছড়িয়ে যাচ্ছে মানব দেহ সহ ঘরবাড়িতে। বাড়ছে নবজাতক শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের মারাত্মক শ্বাসকষ এলার্জি।

সরে জমিনে ঘুরে দেখা গেছে পঞ্চগড় মিলগেট থেকে দেবিগঞ্জ রুটে রাস্তার দুপাশে বালু স্টক করে ট্রাকে লোড আনলোড করা হচ্ছে এতে করে রাস্তায় পড়ে থাকা ধুলাবালির মধ্যে স্লিপ করে পড়ে আহত হচ্ছে মোটরসাইকেল আরোহীরা।

এই অমানবিক বিষয়গুলো কর্তৃপক্ষ কেন আমলে নিচ্ছে না এটাই এখন ভাববার বিষয়। এ বিষয়ে যৌথ বালু ব্যবসায়ী দের সাথে কথা হলে তারা বলেন বালুর ব্যবসা করতে হলে রাস্তায় তো বালু পড়বেই এতে আমাদের কি করার আছে।

অন্যদিকে পথচারীরা বলছেন রাস্তায় এভাবে বালুর গাড়ি লোড আনলোড করায় আমাদের কোমলমতি শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না।তাদের যাতায়াতের একমাত্র উপায় সাইকেল রাস্তায় হোঁচট খেয়ে পড়ে আহত হয়ে বাড়ি ফিরছে। 

প্রায় সময়ে পঞ্চগড় দেবীগঞ্জের এই সড়কে মোটরসাইকেল আরোহীরা পরিবারসহ পড়ে যেতেও দেখা গেছে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

স্থানীয়রা বলছেন বালু ব্যবসায়ীদের জন্য আমরা কেন এসব কষ্টের শিকার হব আমরা এবং আমাদের কোমলমতি শিশুরা স্বাধীনভাবে রাস্তা দিয়ে চলাচল করতে পারছি না এসবের একটা  প্রতিকার চাই কর্তৃপক্ষের কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট