
মোছাঃ আছমা আক্তার আখি
কার্যনির্বাহী সম্পাদক
ফেরদৌসী ইসলাম এর স্বপ্ন ছিল ঘরে বসে কিছু করার, সেই ভাবনা থেকেই শুরু হলো সেলাই মেশিনের কাজ। আজ থেকে প্রায় ২ বছর আগে মাত্র
৫ হাজার টাকা পুজিতে শুরু করেন গজ কাপড় ও থ্রিপিস এর ব্যবসা, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই নারী উদ্যোক্তা ফেরদৌসী কে।
ফেরদৌস ইসলাম তার স্বামী শরিফুল ইসলাম এর সহযোগিতায় ও উৎসাহে ঘরে বসে বিজনেসের আগ্রহী হয়েছিলেন। পঞ্চগড় পৌরসভা ৫ নং ওয়ার্ড কামাতপাড়া এলাকার ভাড়া বাসায় গড়ে তুলেছেন লেডিজ চয়েস ফ্যাশন নামে একটি পেইজ,
অনলাইন ও অফলাইনে কাপড়ের ব্যবসা করে প্রতি মাসে আয় করছেন ৯০ হাজার থেকে ১ লাখ টাকা।

ফেরদৌসী ইসলাম বলেন আমি প্রথমে পীরগঞ্জ থেকে অল্প পরিসরে ও অল্প পুজিতে এই কাপড়ের ব্যবসা শুরু করি।
আমার ব্যবসা অনেক ভালো চলছে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আমি নিজে গিয়ে কাপড় বুঝে শুনে নিয়ে আসি। এবং কাপড় গুলো সব সময় ভালো মানের দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমাররা খুশি থাকে।
সারজমিনে গিয়ে ফেরদৌসী ইসলামের বাসায় দেখা মিলে বেশ কয়েকজন নারী ক্রেতার, তারা জানান ফেরদৌসীর লেডিস চয়েস ফ্যাশন থেকে তারা প্রতিনিয়তই ড্রেস ক্রয় করে, কাপড়ের মান অনেক ভালো এবং এক সাথে এখানে পাওয়া যাচ্ছে থ্রি পিস, টু পিস, গজ কাপড়, বেডশীট সহ বিভিন্ন ড্রেস তাই আমরা লেডিস চয়েস ফ্যাশন থেকে কাপড় নিয়ে যাই।